উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী স্টেশন বাজারে বাজার তদারকির অংশ হিসেবে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া বিনতে আফছারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় সরকার নির্ধারিত মূল্য অমান্য করে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে দোকানদার মো. মিজবাহ উদ্দীনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া বিনতে আফছার বলেন, সরকার নির্ধারিত মূল্যের বাইরে গিয়ে কোনোভাবেই নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা যাবে না। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা বলেন, উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জনস্বার্থে বাজার তদারকি কার্যক্রম আরও জোরদার করা হবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন






