উখিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ১৫ লাখ

চাটগাঁ নিউজ ডেস্ক: উখিয়ার রাজাপালং ইউনিয়নের টাইপালং গ্রামের নুর আলম মাস্টারের সেমি পাকা বাড়ি আগুন পুড়ে গেছে। এই ঘটনায় ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোন ঘটনা ঘটেনি। এতে প্রায় ১৫-২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। প্রাথমিকভাবে বাড়ির উঠানে জমানো ময়লার স্তূপ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন প্রত্যক্ষদর্শীরা।

মঙ্গলবার (১১ মার্চ) রাত ৯টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে বাড়ি ও বাড়ির মালামাল সব পুড়ে ছাই হয়ে গেছে। ঘরে থাকা স্বর্ণালংকার, ফ্রিজ, টিভি, নগদ টাকা, আলমারি, খাটসহ প্রায় ১৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। ঘনবসতিপূর্ণ ওই এলাকায় আগুনের সূত্রপাত হওয়ায় আশপাশের বাসা-বাড়িতে আতঙ্ক দেখা দেয়।

আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু হয়। সংবাদ পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট একঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top