ঈদে পাকিস্তানে খেলনা বন্দুক ও আতশবাজির ওপর নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক: আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে পাকিস্তানের পেশওয়ার জেলা প্রশাসন শহরে খেলনা বন্দুক এবং আতশবাজির বেচাকেনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

রোববার (১৬ মার্চ) আরওয়াই নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এই নিষেধাজ্ঞা অনুচ্ছেদ ১৪৪ এর আওতায় আরোপ করা হয়েছে; যাতে আগামী ঈদ উৎসবের সময় আইন-শৃঙ্খলা বজায় রাখা যায়।

প্রশাসন জানিয়েছে, সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খেলনা বন্দুক এবং আতশবাজির বেচাকেনা নিষিদ্ধ করা হয়েছে এবং যারা এই আইন লঙ্ঘন করবেন তাদের বিরুদ্ধে অনুচ্ছেদ ১৪৪ এর আওতায় ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসন সতর্ক করেছে, ঈদ উদযাপনের সময় খেলনা বন্দুক এবং আতশবাজি বেচাকেনার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে, বেলুচিস্তানের নওশকি শহরে একটি বিস্ফোরণে ছয় জন শহিদ হয়েছেন, যার মধ্যে তিনজন এফসি কর্মী ছিলেন।

সুরক্ষা সূত্রে জানা গেছে, বিস্ফোরণটি ঘটে যখন একজন আত্মঘাতী বোম্বার এফসি কনভয়ের কাছে নিজেকে বিস্ফোরিত করেন। নিরাপত্তা বাহিনী দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে তিনজনকে সন্ত্রাসীকে হত্যা করে।

সূত্রগুলো জানিয়েছে, নিরাপত্তা বাহিনী এলাকা ঘেরাও করে এবং কোনো সন্ত্রাসী পালাতে না পারে তা নিশ্চিত করতে একটি ক্লিয়ারেন্স অপারেশন শুরু করেছে। সব পালানোর পথ বন্ধ করা হয়েছে এবং অভিযান চলবে যতক্ষণ না শেষ সন্ত্রাসী নির্মূল হয়।

এর আগে, শনিবার কোয়েটায় একটি সড়কের পাশে বিস্ফোরণে এক পুলিশ কর্মকর্তা শহিদ এবং ছয়জন আহত হন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনা বারোরি রোডের কারানি এলাকায় ঘটে, যখন অ্যান্টি-টেররিজম ফোর্সের (এটিএফ) একটি গাড়ি ওই এলাকায় পেট্রোলিং করছিল। বিস্ফোরণটি তাদের কাছে ঘটেছিল।

বিস্ফোরণে সাতজন এটিএফ সদস্য আহত হন, তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে একজন নিরাপত্তা কর্মকর্তা তার আঘাতের কারণে মারা যান।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top