ঈদে মিলাদুন্নবীর গাড়ি বহরে হামলা, ইসলামী ফ্রন্টের প্রতিবাদ

চাটগাঁ নিউজ ডেস্ক: ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে পবিত্র জশনে জুলুসে আগত জনতার গাড়ি বহরে হাটহাজারীতে সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।

আজ রবিবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান আল্লামা এম এ মতিন ও মহাসচিব অধ্যক্ষ আল্লামা স.উ.ম আবদুস সামাদ এক যুক্তবিবৃতি দিয়েছেন।

বিবৃতি তারা বলেন, সারা বিশ্বে ধর্মীয় ভাবগাম্ভীর্যে নানান আয়োজনে ১৫০০তম পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ.) উদযাপন করতেছে ধর্মপ্রাণ মুসলমানরা। অন্যদিকে হাটহাজারীতে একদল উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠি ঈদ-এ মিলাদুন্নবী (দ.) এর জুলুসে আগত মুসলমানদের উপর গরমপানি নিক্ষেপ, গাড়ি ভাঙচুর ও হামলা করে ৫০ জনের অধিক আহত করেছে।

পূর্বপরিকল্পিতভাবে হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীরা ইট, রড, লাঠি নিয়ে জুলুসের গাড়িতে হামলা করার অসংখ্য ভিডিও ফুটেজ অনলাইনে রয়েছে। গতবছরেও জশনে জুলুসের গাড়িতে হাটহাজারী মাদ্রাসা থেকে হামলা করা হয়। তাই জনৈক আরিয়ানের অঙ্গভঙ্গি বা ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে উক্ত ঘটনা ঘটেছে বলা একটি অপপ্রচার মাত্র।

কারণ কওমী ঘরনার বক্তারা জশনে জুলুসে হামলার জন্য বিগত কয়েকদিন যাবত ঘোষণা দিয়ে আসছে, বি-বাড়িয়াতে লাঠি মিছিলও পরিলক্ষিত হয়। তাই আমরা মনে করি এটি একটি পরিকল্পিত সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top