চাটগাঁ বিনোদন ডেস্ক : ঈদুল ফিতর আসতে বেশি দেরি নেই। ঈদকে কেন্দ্র করে নানা মাধ্যমে বিনোদন আয়োজনের কমতি নেই। এবার ঈদে ইউটিউব চ্যানেল গাজী’স মিউজিকে মুক্তি পাবে বিশেষ নাটক ‘বাবার খুনি’।
এই পৃথিবীতে সব চেয়ে স্বার্থপর মানুষ। এরা প্রয়োজনে আপন করে নিতে পারে, আবার প্রয়োজন মিটে গেলে ছুঁড়ে ফেলতেও দ্বিধাবোধ করে না। ধন-সম্পদের লোভে নিজের জন্মদাতা বাবা-মাকেও ছুঁড়ে ফেলে দেয় মানুষ নামের লোভাতুর অমানুষগুলো। অথচ বাবা-মা সন্তানের জন্য কত ত্যাগ শিকার করে। নিজেদের বিসর্জন দিয়েও সবসময় সন্তানের মঙ্গল কামনা করে, সুখ ভিক্ষা করে। আর সেই সন্তানরা বাবার সহায় সম্পত্তি নিজের করে পেতে বৃদ্ধ বয়সে বাবাকে ঘর থেকে বের করে দেয়, এমনকি নিজের হাতে হত্যা করতেও দ্বিধা করে না- এমন নজির ভুড়ি ভুড়ি। কিন্তু বাবা নামের বটবৃক্ষটি হারানোর পর বোঝা যায় এই পৃথিবীতে বাবার মত আপন কেউ নেই। – এমন এক হৃদয় তোলপাড় করা গল্পে নির্মিত হয়েছে ‘বাবার খুনি’ নাটকটি।
নাটকটি সুনিপনভাবে নির্মাণ করেছেন মো. ইদ্রিস। নাটকের গল্প, চিত্রনাট্যও লিখেছেন তিনি।
দারুন গল্পের ছকে নির্মিত এই নাটকে অভিনয় করেছেন সরোজ আহমেদ, পূজা, কাউছার, আঁখি মণি, রুবি ও মীর জুবেদ।
গাজী মোহেমিন উদ্দিন অভির প্রযোজনায় নাটকটিতে রূপ সজ্জায় ছিলেন সেলিম চৌধুরী, ডিওপি মোস্তফা কামাল নুর, লাইটিংয়ে ইউসুফ আজাদ।
চাটগাঁ নিউজ/এসএ