চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের জিইসি মোড়ে ঈদ শুভেচ্ছার ব্যানার টাঙানো নিয়ে নগর বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
যাদের মধ্যে ২ জন গুলিবিদ্ধ ও ২ জন ছুরিকাঘাতে আহত হন। এ ঘটনায় তাৎক্ষণিক খুলশী থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) রাতে খুলশী থানার কুসুমবাগ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন জিয়াদুর রহমান ও আনোয়ার হোসেন। বাকি ২ জনের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।
জানা গেছে, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম শাহ আলমের অনুসারী এবং নগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আগে থেকে তাদের মধ্যে কোন্দল ছিল বলে জানা গেছে। শাহ আলম বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদের অনুসারী এবং তুহিন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর হেলালের অনুসারী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে- জিইসি মোড় এলাকায় ঈদের শুভেচ্ছা ব্যানার টাঙানো নিয়ে দুই গ্রুপের মধ্যে আজ সন্ধ্যায় দ্বন্দ্ব শুরু হয়। একপর্যায়ে দুই গ্রুপ কুসুমবাগ এলাকায় মুখোমুখি হয়। সেখানে উভয় গ্রুপের মধ্যে গোলাগুলি হলে গুলিবিদ্ধ হন দুজন। আর দুই জন ছুরিকাঘাতে আহত হন।
সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. জাহাঙ্গীর বলেন, জিইসি মোড়ে ঈদের শুভেচ্ছা ব্যানার টাঙানোকে কেন্দ্র করে মূলত এই সংঘর্ষ। এ ঘটনায় দুই জন গুলিবিদ্ধ ও দুই জন ছুরিকাহত হয়েছেন শুনেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উক্ত এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ সংঘর্ষের ঘটনার পরপরই সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে খুলশী থানার ওসি মুজিবুর রহমানকে তাৎক্ষণিক প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
একইসাথে কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আফতাব হোসেনকে খুলশী থানার ওসি হিসেবে যোগদানের আদেশ দেওয়া হয়েছে উক্ত চিঠিতে।
চাটগাঁ নিউজ/জেএইচ