নিজস্ব প্রতিবেদক: ঈদের লম্বা ছুটিতে চট্টগ্রাম মহানগর যান্ত্রিক কোলাহলমুক্ত। সড়কে নেই গাড়ির চাপ। শব্দ দূষণ, যানজট নেই। ট্রাফিক পুলিশের প্রতিদিনের ব্যস্ততা নেই। শহরে জীবন কাটানো লক্ষ লক্ষ কর্মজীবী পরিবার পরিজন নিয়ে কাটাচ্ছেন ঈদের ছুটি। আর এই ছুটিতে চট্টগ্রাম মহানগর যেন খানিকটা জিরিয়ে নিচ্ছে।
ঈদের দ্বিতীয় দিন নগরী বলতে গেলে একেবারে ফাঁকা। অফিসপাড়া জনশূন্য, দখলমুক্ত পরিচ্ছন্ন ফুটপাত। বিপণিবিতান, মার্কেট ও দোকান সবকিছুই বন্ধ। অলি গলি, মোড়ের দোকানগুলো কিছু কিছু খোলা।
মঙ্গলবার (০১ এপ্রিল) সকালে নগরের চকবাজার, আন্দরকিল্লা, জামালখান, কাজির দেউড়ি, লালখান বাজার, ওয়াসা মোড়, দুইনম্বর গেট, আখতারুজ্জামান ফ্লাইওভার, মুরাদপুর ও বহদ্দারহাট ঘুরে দেখা গেল এমন চিত্র।
এদিকে হাসপাতাল, আইনশৃঙ্খলা বাহিনী, সংবাদকর্মী ও জরুরি সেবার সংস্থায় কর্মরতরা তাদের দায়িত্ব পালন করছেন।
ঈদের এই লম্বা ছুটিতে যারা নগরে থেকে গেছেন তারাও ঘুরে বেরিয়ে বিনোদন করছেন। সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন।
যানজট ও কোলাহলমুক্ত পরিবেশে পরিবার-পরিজন নিয়ে নির্বিঘ্নে ঘোরাঘুরি করছেন অনেকে।
চান্দগাঁও এলাকার বাসিন্দা আশরাফ চৌধুরী বলেন, এবার শহরেই ঈদ উদযাপন করছি। চট্টগ্রামের সবদিকে কেমন যেন শান্ত। এই পরিবেশে পরিবার নিয়ে ঘুরতেও ভালো লাগে।
চাটগাঁ নিউজ /ইউডি/এমকেএন