ঈদুল আজহার পর নতুন অফিস সূচি ৯টা-৫টা

cabinet

চাটগাঁ নিউজ ডেস্ক : দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন অফিস সূচি নির্ধারণ করেছে মন্ত্রিসভা। ঈদুল আজহার পর নতুন সূচি ধরে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে অফিস।

সোমবার (৩ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সময়সূচি নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, সিদ্ধান্ত অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হবে অফিস সময়। মাঝে ১টা থেকে ১.৩০ মিনিট পর্যন্ত নামাজ ও মধ্যাহ্ন ভোজের জন্য বিরতি। আসন্ন ঈদুল আজহার পরে এই অফিস সময়সীমা কার্যকর হবে।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, দাফতরিক কাজের স্বার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাবে অফিসের এ নতুন সময় সূচীতে সায় দিয়েছে মন্ত্রিসভা।

প্রসঙ্গত, জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে ২০২২ সালের ৩১ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে অফিস সূচি পরিবর্তন করে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হয়েছিল। তখন থেকে এই সূচিতেই চলছে সরকারি অফিস।

চাটগাঁ নিউজ/এআইকে

Scroll to Top