ঈদগাঁও থেকে অপহৃত দুই যুবক মুক্তিপণের বিনিময়ে মুক্ত

ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়ক থেকে সশস্ত্র মুখোশধারী ডাকাতদের হাতে অপহৃত হওয়া দুই যুবক মুক্তিপণের বিনিময়ে ফিরে এসেছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পরিবারের পক্ষ থেকে মুক্তিপণ দেওয়ার পর তারা মুক্তি পান।

‎ভুক্তভোগীরা হলো-রামুর ঈদগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব রাজঘাট এলাকার আব্দু শুক্কুরের ছেলে মোক্তার আহমদ (৩০) ও ৩ নম্বর ওয়ার্ড ফাতেমার ঘোনা চরপাড়ার মৃত হোসেন আহমদের ছেলে হেলাল (২৬)।

‎স্থানীয়রা জানান, অপহরণ পরবর্তী দিনভর দাবিকৃত মুক্তিপণের পরিমাণ নিয়ে দেনদরবারের পর রাতে ৭০ হাজার টাকার বিনিময়ে অপহৃতদের ছেড়ে দিতে রাজি হয় অপরণচক্র। তাদের দেয়া লোকেশন অনুযায়ী অপহরণস্থলের অল্প দূরে সড়কের ডিউটি পুলিশ বক্স সংলগ্ন বন এলাকায় মোখতারের চাচা আবুল হোসেন ও হেলালের এক ভাই বনের ভেতর গিয়ে হাতে হাতে মুক্তিপণের টাকা বুঝিয়ে দিলে অপহৃতদের তাদের হাতে তুলে দেয় মুখোশধারী সশস্ত্র ডাকাতদলের সদস্যরা ।

‎উল্লেখ্য, একই দিন সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দুর্গম পাহাড়ি জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা দিয়ে ঈদগাঁও যাওয়ার পথে মুখোশধারী সশস্ত্র ডাকাতদল ডাকাতির এক পর্যায়ে রামুর মোক্তার আহমদ ও হেলালকে অপহরণ করে বনের দিকে নিয়ে যায় এবং পরে অপহৃতদের মোবাইল থেকে মুক্তিপণ দাবি শুরু করে।

ঘটনা পরবর্তী ঈদগাঁও থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে অপহৃতদের উদ্ধারে দূর্গম পাহাড়ে ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে ফিরে আসে।

চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন

Scroll to Top