ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের জাগিরপাড়া সড়কে বৃষ্টি হলেই কোমর সমান পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা না থাকায় যার অন্যতম কারণ। ফলে পুরো বর্ষা জুড়ে জাগির পাড়াসহ বাজারগামী লোকজন ভোগান্তিতে পড়েছে।
সোমবার (৭ জুলাই) সরেজমিন দেখা যায়, কদিন ধরে টানা বর্ষণের কারণে ঈদগাঁও বাজার থেকে জাগির পাড়া, বাস-স্টেশন ও মাইজপাড়া যাওয়া রাস্তা কোমর সমান পানিতে ডুবে গেছে। ফলে পথচারী, ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী ও রোগী আসা যাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে। পানিতে বন্ধি রয়েছে হাজারও মানুষ।
স্থানীয় বাসিন্দা মুজিবুর রহমান বলেন, এক ঘন্টা বৃষ্টি হলে এই সড়কে অন্তত ১২ ঘন্টা জলাবদ্ধতা থাকে। যা স্বাভাবিক জনজীবন বিপন্ন হচ্ছে। তাছাড়া ময়লা পানির দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ নষ্টের পাশাপাশি বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে স্থানীয়রা। এ বিষয়ে চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারকে একাধিক বার জানিয়েও কোন সুরাহা মিলছেনা।
স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন বলেন, জাগির পাড়া সড়কের বিষয়টি অন্তত বিশ বছর আগে থেকেই হচ্ছে। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় মুলত এই সমস্যার সৃষ্টি হয়ছে। ইতিপূর্বে দুবার ড্রেন পরিস্কার করেছি। কিন্তু স্থানীয় ও ভাড়া বাসায় থাকা লোকজন সমস্ত ময়লা-আবর্জনা ড্রেনের মধ্যে ফেলার কারণে আবারো ড্রেন ভরাট হয়ে গেছে। বৃষ্টি কমলে আবারো পরিস্কার করার পরিকল্পনা রয়েছে।
এ সমস্যাটি স্থায়ী সামাধান হতে হলে টিএনটি হতে আলমাছিয়া পর্যন্ত বড় আকারে ড্রেন নির্মাণ করতে হবে। এ বিষয়ে তিনি চেয়ারম্যান ও ইউএনওর সহযোগিতা কামনা করেন।
ঈদগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম বলেন, জাগির পাড়ার এ সড়কটি বাজারের বিকল্প সড়ক হিসাবে ব্যবহার হয়ে থাকে। এ সড়কে জলাবদ্ধতার বিষয়টি অনেক আগের। তবে আগামী বাজেটে স্থানীয় মেম্বারসহ আলোচনা করে পানি নিষ্কাশনের জন্যে যথাযথ ব্যবস্থা নেয়ার চেষ্টা থাকবে।
ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা বলেন, এ জলাবদ্ধতা নিরেসনে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার প্রয়োজন। যা ইতিপূর্বে অনেকে আমাদেরকে অবগত করেছে। বৃষ্টি কমলে এ স্থানটি পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়া হবে।
চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন