ঈদগাঁও-ঈদগড় সড়কে ফের ডাকাতি, ২ যুবক অপহৃত

ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও–ঈদগড় সড়কে আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় প্রকাশ্য দিবালোকে দুই মোটরসাইকেল আরোহীকে অপহরণ করেছে সংঘবদ্ধ ডাকাত দল।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে সড়কের হিমছড়ি ঢালায় এলাকায় ডাকাতি ও অপহরণের এ ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শীরা জানায়, ঈদগড় থেকে মোটরসাইকেলে করে ঈদগাঁও যাচ্ছিলেন দুই ব্যক্তি। হিমছড়ি ঢালায় পৌঁছানোর পর, তাদের গতিরোধ করে অস্ত্রধারী ডাকাতরা। এ সময় তারা দু’জনকে জিম্মি করে পাহাড়ি জঙ্গলের মধ্যে নিয়ে চলে যায়।

অপহৃতরা হলেন হেলাল উদ্দিন ও মোক্তার আহমদ। দুজনই রামু উপজেলার ঈদগড় পুর্ব হাসনাকাটা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন এই ঘটনার বিষয়ে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা অভিযানে নেমেছি। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অপহৃতদের উদ্ধার করার জন্য কার্যক্রম চলছে।

চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন

Scroll to Top