ঈদগাঁওয়ে সেনাবাহিনীর অভিযানে ১০টি বার্মিজ গরু জব্দ

ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওয়ে সেনাবাহিনীর অভিযানে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা ১০টি বার্মিজ গরু জব্দ করা হয়েছে। জব্দকৃত গরুগুলো পরবর্তীতে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়া পাহাড়ি গহীন বন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইসলামাবাদ অস্থায়ী সেনা ক্যাম্পের ইনচার্জ মেজর কাজী ইনতিসার সালিমের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল উক্ত এলাকায় পাচারকারী চক্রের আস্তানায় অভিযান চালায়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রটি পাচার হয়ে আসা গরুর পাল ফেলে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে ১০টি বার্মিজ গরু জব্দ করা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে মেজর কাজী ইনতিসার সালিম জানান, সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপরাধীচক্র পালিয়ে যায়। পরে অবৈধভাবে পাচার হয়ে আসা ১০টি গরু জব্দ করে রামু ৩০ বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top