ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তিনটি সিআর মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি শাহে নেওয়াজ আলমকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে গ্রেপ্তারকৃত শাহে নেওয়াজ আলমকে কক্সবাজারের বিজ্ঞ আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তারকৃত শাহে নেওয়াজ আলম ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর খাঁনঘোনা গ্রামের বাসিন্দা। তিনি মৃত ফরিদুল আলমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও থানার একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে নাপিতখালী বটতল এলাকা থেকে তাকে আটক করে। পরে যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে বিদ্যমান সাজা পরোয়ানার বিষয়টি নিশ্চিত করা হয়।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/এমকেএন







