ঈদগাঁও প্রতিনিধি: ঈদগাঁওয়ে শ্বশুরবাড়িতে লুকিয়ে থেকেও রক্ষা পেলেন না কক্সবাজার শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী মুন্না। ছাত্র-জনতা শ্বশুরবাড়ি ঘেরাও করে ওই নেতাকে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ইউছুপের খীল গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একাধিক মামলার পলাতক আসামি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে কক্সবাজার শহরের বিভিন্ন পয়েন্টে ছাত্র জনতার ওপর হামলায় অভিযুক্ত মুন্না গ্রেফতার এড়াতে বিগত কয়েক মাস ধরে তার শ্বশুরবাড়িতে আত্নগোপনে ছিলেন। শ্বশুরবাড়িতে মোহাম্মদ আলী মুন্নার আত্নগোপনে থাকার বিষয়টি গোপন সূত্রে অবহিত হয়ে রাত সাড়ে ৯টার দিকে শতাধিক ছাত্র জনতা বাড়ি ঘেরাও করেন।
এ সময় শ্বশুরবাড়ির লোকজন মুন্না বাড়িতে নেই বলে দাবি করেন। পরে ঈদগাঁও থানা পুলিশকে খবর দিলে পুলিশ ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাড়ির ভেতরে তল্লাশি শুরু করে ও রান্না ঘরে লুকিয়ে থাকা অবস্থায় মুন্নাকে আটক করে।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মছিউর রহমান বলেন, ইসলামাবাদ ইউনিয়নের ইউছুপেরখীল গ্রামস্থ শ্বশুরবাড়ি থেকে মোহাম্মদ আলী মুন্নাকে আটক করে কক্সবাজার সদর মডেল থানায় পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/সেলিম/ইউডি