ঈদগাঁওয়ে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

ঈদগাঁও প্রতিনিধি: গত কদিন ধরে গরমের সঙ্গে তীব্র হয়ে উঠেছে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির অসহনীয় লোডশেডিং। এতে অতিষ্ঠ ঈদগাঁও উপজেলাবাসী। বিঘ্নিত হচ্ছে এলাকাবাসীর দৈনন্দিন জীবন।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝাড়ছেন অনেকেই। বিষয়টি স্বীকার করে বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, কারিগরি ত্রুটির কারনে লোডশেডিং হচ্ছে।

জানা যায়, উপজেলার ৫টি ইউনিয়নে ঘণ্টা পর ঘন্টা লোডশেডিং করায় অবস্থা অত্যন্ত ভয়াবহ। বেশিরভাগ সময় থাকে না বিদ্যুৎ। কোথাও এক থেকে আধ ঘণ্টার জন্য দেওয়া হয় বিদ্যুৎ। আবার কখনোও টানা ঘন্টার পর ঘণ্টা থাকে না বিদ্যুৎ। এতে চরম দুর্ভোগে সাধারণ মানুষ। আবাসিক এলাকার বাসিন্দাসহ বিদ্যুতের ওপর নির্ভরশীল ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী এমনকি বিদ্যুতের ওপর নির্ভরশীল।

অপরদিকে অতি মাত্রায় লোডশেডিং এর কারণে ব্যবসায়ীদের প্রিন্ট, লেমিনিটিং মেশিন, বাসা বাড়ির ফ্রিজ, এসি, টিভি ও কম্পিউটারসহ বিভিন্ন দামি জিনিসপত্র নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বেশি সময় বিদ্যুৎ না থাকলে ইন্টারনেট সেবা ও বিঘ্নিত হচ্ছে।

এ ব‍্যপারে ঈদগাঁও পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম রাজন দাশ জানিয়েছেন, বিদ‍্যুতিক লাইনে কোথাও কোথাও ত্রুটি রয়েছে, যার কারনে কমবেশি লোডশেডিং হচ্ছে। তবে পরিস্থিতি সহনীয় পর্যায়ে রাখতে বিদ্যুৎ বিভাগ কাজ করে যাচ্ছে।

চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন

Scroll to Top