ঈদগাঁওয়ে লবণ কারখানার মেশিনে আটকে শ্রমিকের পা বিচ্ছিন্ন

ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার শিল্পনগরী ইসলামপুরে একটি লবণ কারখানায় কাজ করার সময় ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন রাশেদ আবদুল্লাহ ছোটন (২০) নামে এক শ্রমিক। কারখানার মেশিনে পা আটকে তার ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে ইসলামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সেম্পলবাগান এলাকায় অবস্থিত ওই লবণ কারখানায় এ দুর্ঘটনা ঘটে। আহত রাশেদ একই এলাকার মোহাম্মদ ইসলামের ছেলে।

কারখানার মাঝি মোস্তক আহমদ জানান, প্রতিষ্ঠানটিতে কাঁচা লবণ রিসাইকেলিংয়ের কাজ করা হয় এবং সেখানে প্রায় শতাধিক শ্রমিক কর্মরত। ঘটনার সময় রাশেদ মেশিনের পাশে কাজ করছিলেন। হঠাৎ অসাবধানতাবশত মেশিনের বেল্টে তার ডান পা আটকে গেলে গোড়ালির অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ঘটনার পর সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে মালুমঘাট হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা পরে হাঁটুর নিচ থেকে তার পা কেটে ফেলতে বাধ্য হন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাশেদের বাবা মোহাম্মদ ইসলাম জানান, তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। রাশেদ পরিবারের আয়ের অন্যতম ভরসা ছিল। দুর্ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ প্রাথমিকভাবে আর্থিক সহায়তা দিয়েছে। তিনি ছেলের সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

এদিকে ইসলামপুর মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মনজুর আলম দাদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত শ্রমিককে প্রাথমিকভাবে সহযোগিতা করা হয়েছে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে থানায় জানানো হয়নি। তবে তথ্য পাওয়া গেলে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।

চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন

Scroll to Top