ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওয়ে যানজট নিরসনের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. কামরুল ইসলাম।
অভিযানকালে ঈদগাঁও বাস স্টেশনে অবৈধভাবে পার্কিং, ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং হেলমেট ব্যবহার না করার অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় মোট ১৩ হাজার ২০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। একই সঙ্গে অবৈধ পার্কিংয়ের মাধ্যমে দখলকৃত স্থানগুলো দখলমুক্ত করার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট।
অভিযানে ঈদগাঁও থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।
ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. কামরুল ইসলাম বলেন, জনসচেতনতা তৈরির লক্ষ্যে প্রাথমিকভাবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তবে কেউ যদি আইন অমান্য করে, তাহলে পরবর্তীতে অভিযান আরও জোরদার করা হবে।
চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন







