ঈদগাঁওয়ে বিলের পানিতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওয়ে নিখোঁজ হওয়ার একদিন পর বিলের পানি থেকে মো. নাঈম (৫) নামের শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে নিহতের বাড়ি সংলগ্ন বিলের পানি থেকে নাঈমের মরদেহটি পাওয়া যায়। নিহত নাঈম উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম বাহারছড়া গ্রামের ছৈয়দ নুরের সন্তান।

পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে ঘর থেকে খেলতে বের হয়ে নাঈম আর ফিরে আসেনি। সন্ধ্যা ঘনিয়ে আসার পর সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি।

পরে শুক্রবার সকালে বাড়ির সংলগ্ন বিলের পানিতে ডুবন্ত অবস্থায় এক শিশুর মরদেহ দেখতে পান স্থানীয়রা। এরপর তারা শিশুটির লাশ উদ্ধার করেন।

জালালাবাদ ইউপি সদস্য নেজাম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জুমার নামাজের আগেই শিশুটির দাফন সম্পন্ন করা হয়েছে।

চাটগাঁ নিউজ/সেলিম/জেএইচ

Scroll to Top