ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও উপজেলার মেহেরঘোনা এলাকায় বাস-নোহা ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। একটি যাত্রীবাহী হানিফ পরিবহনের বাস পেছন থেকে পার্কিং অবস্থায় থাকা প্রাইভেটকারকে ধাক্কা দিলে নোহার সাথে মুখোমুখি হয়ে ত্রিমুখী সংঘর্ষে অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) বিকেল ৩ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয়রা জানায়, দুর্ঘটনার বিকটশব্দ শুনে লোকজন ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। তবে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বাসের সামনে ও প্রাইভেটকার-নোহার পেছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় বাস চালক পালিয়ে গেছে।
রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন দুর্ঘটনার বিষয় নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মেহেরঘোনা এলাকায় বাস-নোহা-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি পুলিশের জিম্মায় নেয়া হয়েছে।
চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন