ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওয়ে ফুটপাত দখল করে ভাসমান দোকান বসানো এবং অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড আদায় করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত ঈদগাঁও বাসস্ট্যান্ড ও বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. কামরুল ইসলাম।
এসময় বাসস্ট্যান্ড ও বাজার এলাকায় অবৈধভাবে গাড়ি পার্কিং করে রাস্তায় যানজট সৃষ্টির দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯০ ধারায় এবং ফুটপাত দখল করে দোকান বসানোর অপরাধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৮৯(২) ধারায় মোট ৩১ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
অভিযানে ঈদগাঁও থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. কামরুল ইসলাম জানান, বাসস্ট্যান্ড ও বাজার এলাকায় অবৈধ পার্কিংয়ের কারণে যানজট সৃষ্টি হওয়ায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন






