ঈদগাঁওয়ে নুরুল হক ডাকাত গ্রেপ্তার

ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের অভিযানে নূরুল হক প্রকাশ ডাকাত নুরুল হক নামের পরোয়ানাভুক্ত এক আসামি গ্রেপ্তার হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় থানা এলাকার ফকিরা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নুরুল হক উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড হাজী পাড়ার বসত আলীর ছেলে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মছিউর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে একাধিক মামলার পরোয়ানা রয়েছে।

চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন

Scroll to Top