ঈদগাঁওয়ে দেশীয় অস্ত্রসহ যৌথ বাহিনীর হাতে গ্রেফতার ২

ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওয়ে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরী এলজি অস্ত্রসহ সংঘবদ্ধ অপরাধী চক্রের দুই রোহিঙ্গা সদস্যকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার ভোমরিয়াঘোনা ফরেস্ট অফিস খেলার মাঠ সংলগ্ন রাস্তার উপর যৌথবাহীনির চেকপোস্টে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন উখিয়া কুতুপালং ক্যাম্পের আবদু শুক্কুরের পুত্র মো. ইব্রাহিম (১৯) ও নুর আলমের পুত্র মো. সালাম (১৯)। এ সময় তাদের হেফাজত হতে একটি দেশীয় তৈরী এলজি অস্ত্র উদ্ধার করা হয়।

ঈদগাঁও থানার বরাত দিয়ে এসআই অনুপ কুমার ধর বলেন, মঙ্গলবার রাতে থানা পুলিশ ও যৌথ বাহিনীর একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে ভোমরিয়াঘোনা খেলার মাঠ সংলগ্ন রাস্তার উপর তল্লাশি চৌকি বসিয়ে দেশীয় অস্ত্রসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মছিউর রহমান বলেন, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা হয়েছে।

চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন

Scroll to Top