ঈদগাঁও প্রতিনিধি: ভারী বর্ষণের ফলে কক্সবাজারের গুরুত্বপূর্ণ বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজার জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে হাসপাতাল সড়ক, ঈদগাঁও-চৌফলদন্ডি সড়কের বংকিম বাজার চৌরাস্তা ও জাগিরপাড়া, সওদাগর পাড়া সড়ক সম্পূর্ণভাবে পানিতে তলিয়ে যাওয়ায় বাজারের ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা চরম দুর্ভোগে পড়েছে।
বিষয়টি আমলে নিয়ে (৯ জুলাই) বুধবার দুপুরে সরজমিন এসব এলাকা পরিদর্শন করেছেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা।
এসময় তিনি জালালাবাদ স্বাস্থ্য কেন্দ্র, জাগিরপাড়া, সওদাগরপাড়া ও ডিসি রোড়ের বংকিম বাজার এলাকা পরিদর্শন করে জলাবদ্ধতা নিরসনে টেকসই পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানান।
পরিদর্শনকালে জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি, মেম্বার কামাল হোসেন, মেম্বার নুরুল হুদাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
তবে বাজারের ব্যবসায়ীদের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই এই পথে পানি জমে থাকে। দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার যথাযথ সংস্কার না হওয়ায় এবং ময়লা-আবর্জনায় নালা-নর্দমা বন্ধ হয়ে থাকায় বৃষ্টির পানি নিষ্কাশন সম্ভব হচ্ছে না। ফলে রাস্তাটি জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে ওঠে।
তারা আরো বলেন, বছরের পর বছর ধরে আমরা এমন দুর্ভোগ পোহাচ্ছি। রাস্তায় পানি জমে থাকলে ব্যবসা করাও কঠিন হয়ে পড়ে। কিন্তু সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রতিবার বর্ষা মৌসুমে এ রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয় বলে অভিযোগ স্থানীয়দের।
চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন