ঈদগাঁওয়ে জুয়া খেলায় বাধা দেয়ায় মুসল্লিকে পিটিয়ে জখম

ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওয়ে প্রশাসনের নাকের ডগায় জুয়া খেলায় বাধা দেয়ায় নুর উল্লাহ (৬০) নামের এক মুসল্লিকে পিটিয়ে রক্তাক্ত জখম করার ঘটনা ঘটেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

রবিবার (২ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড হাজিপাড়ায় এ ঘটনা ঘটে।

আহত মুসল্লি নুর উল্লাহ ইসলামাবাদ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মৃত ছৈয়দ আহমদের পুত্র।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, রাতে এশার নামাজের পর মুসল্লিরা মসজিদের পাশ্ববর্তী আজিজের মালিকানাধীন দোকানে নিয়মিত চলতে থাকা জুয়ার আসরে বাধা দিতে গেলে চিহ্নিত জুয়াড়ি বশিরের নেতৃত্বে মুসল্লিদের উপর হামলা করে জুয়াড়িরা। এতে মুসল্লি নুর উল্লাহ গুরুতর আহত হয়। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অভিযোগ উঠেছে ঐ জুয়ার আসর থেকে পুলিশের নামে মাসোহারা আদায় করা হয়। যার কারনে জুয়াড়িরা বেপরোয়া হয়ে উঠেছে।

স্থানীয় ইউপি সদস্য শাহাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন

Scroll to Top