ঈদগাঁওয়ে চোরাই গরুসহ কসাই গ্রেফতার

ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওয়ে চুরি হওয়া গরুসহ বুলু নামের এক কসাইকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তি বাবুল মিয়া প্রকাশ (বুলু) উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পাহাশিয়াখালী গ্রামের নুরুল আলমের ছেলে।

শনিবার (১৭ জানুয়ারি) ইসলাবাদে বিশেষ অভিযান চালিয়ে বুলু কসাইয়ের বাড়ি থেকে গরুসহ তাকে আটক করা হয়।

জানা গেছে, গত ৮ জানুয়ারি উপজেলার ইসলামপুর পশ্চিম খাঁনঘোনা গ্রামের আবদু শুক্কুরের স্ত্রী রোজিনা আক্তারের বসতবাড়ি থেকে একটি লাল রঙের গরু চুরি হয়েছিল। অভিযোগের পর থানা পুলিশ অভিযান চালিয়ে চুরি হওয়া গরুসহ বুলুকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, বুলু কসাই গোয়ালঘরে গরুটি রাখার স্বীকারোক্তি দিয়েছে। অপর জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। চোরাই গরুটি থানায় নিয়ে আসা হয়েছে।

ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, জবানবন্দি অনুযায়ী বুলু কসাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন

Scroll to Top