ঈদগাঁওয়ে গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওয়ে পরিত্যক্ত গর্তের পানিতে ডুবে শামীম হোসেন নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শামীম ওই এলাকার কামাল হোসেনের সন্তান।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজ পাড়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, পরিবারের অগোচরে খেলার ছলে বাড়ির পাশের একটি পরিত্যক্ত গর্তে পড়ে যায় শিশু শামীম। দীর্ঘ সময় ধরে শিশুটিকে না দেখে খোঁজাখুঁজির একপর্যায়ে গর্তের পানিতে উল্টে থাকা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top