পড়া হয়েছে: 44
ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও বাজারে যানজট কমানো ও এলপিজি গ্যাসের চড়া দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন আইনে ৯ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. কামরুল ইসলাম। এসময় ঈদগাঁও থানা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ঈদগাঁও বাজারে অনুষ্ঠিত অভিযানে বাজার মনিটরিং করা হয়। অভিযানের সময় এলপিজি গ্যাস অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে ব্যবসায়ীদের দণ্ড প্রদান করা হয়।
মো. কামরুল ইসলাম জানান, সরকার নির্ধারিত মূল্যের বাইরে কোনো পণ্য বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। তিনি আরও বলেন, বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের নিয়মিত মনিটরিং ও অভিযান অব্যাহত রাখা হবে।
চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন







