ঈদগাঁওয়ে আ.লীগ নেতা সোহেল জাহান চৌধুরী গ্রেপ্তার

ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৬ টার দিকে তাকে উপজেলার জাগিরপাড়াস্থ নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সেনাবাহিনীর ইসলামাবাদ ক্যাম্পের ইনচার্জ মেজর ইনতিসার সালিমের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার বিষয়টি নিশ্চিত করে জানান, সোহেল জাহান চৌধুরীর বিরুদ্ধে একাধিক গুরুতর মামলা রয়েছে। এর মধ্যে হত্যা মামলা ও জুলাই বিপ্লব সংশ্লিষ্ট অভিযোগও অন্তর্ভুক্ত রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকার পতনের পর নানা বিতর্কের মধ্যেও তিনি দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে অনুপস্থিতির অভিযোগে গত বছরের শুরুতে তৎকালীন ইউএনও তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করেন। এরপর কিছুদিন তিনি আত্মগোপনে ছিলেন।

সম্প্রতি আবার প্রকাশ্যে সক্রিয় হয়ে উঠেন সোহেল জাহান চৌধুরী। নিজের বাড়িতে উঠান বৈঠকের আয়োজন করে কক্সবাজার-৩ আসনের বিএনপি প্রার্থী লুৎফুর রহমান কাজলের পক্ষে প্রকাশ্যে ধানের শীষে ভোট চান তিনি। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

এতে আওয়ামী ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। পরদিন তিনি বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ঈদগাঁও পালপাড়া ও আশপাশের এলাকায় ধানের শীষের পক্ষে প্রকাশ্য প্রচারণায় অংশ নেন।

স্থানীয় রাজনৈতিক মহলের ধারণা, গ্রেপ্তার এড়ানো এবং নতুন করে রাজনৈতিক অবস্থান তৈরির লক্ষ্যেই তিনি হঠাৎ রাজনৈতিক অবস্থান পরিবর্তন করেন। যদিও এ নিয়ে বিএনপির একটি অংশের মধ্যেও অসন্তোষ ছিল বলে জানা গেছে।

শেষ পর্যন্ত সেনাবাহিনীর অভিযানের মধ্য দিয়ে দীর্ঘদিনের বিতর্কিত অধ্যায়ের অবসান ঘটল বলে মনে করছেন স্থানীয়রা।

চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন

Scroll to Top