ঈদগাঁওয়ে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পৃথক অভিযানে ৪০ লিটার চোলাই মদসহ দুই কারবারি ও এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) ভোর রাতে ঈদগাঁও বাসস্টেশনে এবং দরগাহ পাড়ায় পৃথক এ অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলো-উপজেলার ঈদগাঁও ইউপির দরগাহ পাড়ার আব্দুল করিমের ছেলে মো. রেদোয়ান (২৩) ও ২নং ওয়ার্ড মধ্যম মাইজ পাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২৩)।

অপরদিকে পুলিশের অভিযানে নুরুল হাকিম নুকি নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। সে জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের জেলা সভাপতি ও ঈদগাঁও ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মশিউর রহমান।

গ্রেফতারকৃতদের মধ্যে প্রথম দুজনকে মাদক আইনে আদালতে এবং আওয়ামী লীগ নেতাকে জুলাই অভ্যুত্থান সংশ্লিষ্ট মামলায় কক্সবাজার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান।

চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন

Scroll to Top