পড়া হয়েছে: 299
ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ ছদ্মবেশে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ ২ জনকে আটক করেছে।
বুধবার (১৩ আগস্ট ) সন্ধ্যার সময় উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাকার দোকান নামক এলাকা থেকে অস্ত্রসহ দুই জনকে আটক করা হয়।
ধৃত অটোরিকশা চালক ছলিম (৩৩) পাশ্ববর্তী চকরিয়া উপজেলা খুটাখালী লম্বাতলী গ্রামের জাফরের পুত্র, অপরজন ঈদগাঁও মধ্যম শিয়া পাড়ার আনোয়ারের পুত্র জামসেদ (২০)।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মছিউর রহমান অস্ত্রসহ দুইজনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ছদ্মবেশে পুলিশের পরিচালিত অভিযানে আটককৃতদের কাছ থেকে এক নলা একটি এলজি উদ্ধার করা হয়েছে।
চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন