ঈদগাঁওতে বিপুল পরিমাণ সরকারি বই পাচারকালে জব্দ

সেলিম উদ্দীন, ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার একটি দাখিল মাদরাসা থেকে বিপুল পরিমাণ সরকারী বই বিক্রি ও পাচারকালে জব্দ করেছে স্থানীয় জনতা।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকেউপজেলার জালালাবাদ ইউনিয়নের পালাকাটা গুলজার বেগম দাখিল মাদরাসায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সরকারি বইগুলি পাচারকালে স্থানীয় জনতা জব্দ করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেন। এসময় মোহাম্মদ জাকারিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্রির জন্য মজুদকৃত বিপুল পরিমাণ মাদরাসা শিক্ষা বোর্ডের অব্যবহৃত সরকারি বই জব্দ করেন।

পরে তিনি জেলা শিক্ষা অফিসারকে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিলে জেলা শিক্ষা অফিসার একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ রাশেদকে ঘটনাস্থলে প্রেরণ করেন।

স্থানীয়রা জানায়, মাদরাসা সুপারের প্রত্যক্ষ যোগসাজশে, অন্যান্য কর্মচারীদের মাধ্যমে এই অপকর্ম সংঘটিত করেছে। অতীতেও এমনতর ন্যাক্কারজনক ঘটনা অহরহ ঘটেছে।

এ বিষয়ে জানতে জালালাবাদ গুলজার বেগম দাখিল মাদরাসার সুপার মাওলানা আনিস মোহাম্মদ আবদুল্লাহ’র মুঠোফোনে যোগাযোগ করা হলে সংযোগ পাওয়া যায়নি।

Scroll to Top