ঈদগাঁওতে ফার্নিচার মার্কেট পুড়ে ছাই

ঈদগাঁও প্রতিনিধি : কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও বাজারের বাঁশঘাটা ফার্নিচার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া না গেলেও প্রায় ৩০টি দোকান, কারখানা পুড়ে গেছে। এতে প্রায় ২৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি দাবি করেছেন ব্যবসায়ীরা।

২২ মে (বুধবার) ভোর ৪টায় উপজেলার ঈদগাঁও বাজারের বাঁশঘাটা মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ভোর ৪টার দিকে কোনো এক ফার্নিচার কারাখানা বা দোকানের মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে লেলিহান চারদিকে ছড়িয়ে পড়লে প্রায় ৩৯টি দোকান পুড়ে যায়।

প্রতিবেশী এবং ব্যবসায়ীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও ততক্ষণে দোকান, কারখানার বিভিন্ন ডিজাইনের ফার্নিচার, গাছ ইত্যাদি পুড়ে প্রায় ২৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে রামু ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

রামু ফায়ার স্টেশনের স্টেশন মাস্টার সোমেন বড়ুয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৩০টি দোকান পুড়ে ২৫ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তরা তাদের জানিয়েছেন বলেও জানান তিনি।

চাটগাঁ নিউজ/সেলিম/এসএ

Scroll to Top