ঈদগাঁওতে নির্বাচনী সহিংসতায় খুন, ৪ দিন পর মামলা

ঈদগাঁও প্রতিনিধি : কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ২১ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দুই প্রার্থীর কর্মী সমর্থকদের মারামারির ঘটনায় ছুরিকাঘাতে টেলিফোন প্রতীকের কর্মী ছফুর আলম খুনের ঘটনায় অবশেষে ৬ দিন পর থানায় মামলা দায়ের করেছে পরিবার।

রবিবার (২৬ মে) রাতে নিহতের বাবা নুর উদ্দীন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন।

এ মামলায় প্রধান আসামি করা হয় মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সৌদিআরবের মক্কা আওয়ামী লীগের সভাপতি সামশুল আলমকে। বিষয়টি নিশ্চিত করেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা।

তিনি জানান, নিহত ছফুর আলমের বাবা নুর উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পুলিশ আসামিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

গত ২১ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার পোকখালী ইউনিয়নের মালমুরা পাড়া এলাকায় দুপক্ষের মারামারিতে টেলিফোন প্রতীকের কর্মী ছফুর আলম খুন হয়। ঘটনার পর থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সামশুল আলম আত্মগোপনে চলে যান।

তবে এক ভিডিও বার্তায় তিনি জানান, ঘটনাটি তাদের পারিবারিক। সেখানে তার কর্মীদের সঙ্গে কোনো ঘটনা ঘটেনি। পরিকল্পিতভাবে তাকে ফাঁসানো হয়েছে।

চাটগাঁ নিউজ/সেলিম/এসএ

Scroll to Top