ঈদগাঁওতে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ঈদগাঁও প্রতিনিধি: শহীদ বৃদ্ধিজীবী দিবসে ঈদগাঁওতে আলোচনা সভা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন,ঈদগাঁও বৃহস্পতিবার সকালে ঈদগাহ জাহানারা ইসলাম উচ্চ বালিকা বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের অস্থায়ী সভা কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঈদগাঁও সুবল চাকমা। শুরুতে স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির সদস্য সচিব ও ঈদগাহ জাহানারা ইসলাম উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন।

বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক ঈদগাহ রশিদ আহমদ কলেজের অধ্যক্ষ জসীম উদ্দীন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসান মোঃ মহি উদ্দিন, ঈদগাঁও ট্রাফিক ইন্সপেক্টর প্রিয়দর্শী চাকমা, জাহানারা বিদ্যালয়ের শিক্ষক মিনুন্ননাহার বেগম ও ফরিদুল আলম প্রমুখ।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে ঈদগাহ রশিদ আহমদ কলেজের পাপিয়া শর্মা ও নৌশীত বিনতে মনির।

পবিত্র কোরআন তিলাওয়াত করে বদরিয়া রাইসা। গীতা পাঠ করে বৃষ্টি আচার্য্য।

এর আগে প্রাথমিক শিক্ষার্থীদের চিত্রাংকন ও মাধ্যমিক শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার ফলাফল ঘোষণা শেষ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোঃ জগলুদ খাঁন, সোনালী ব্যাংকের অপারেশন ম্যানেজার শারমিন সুলতানা রুহি, ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক আলহাজ ছব্বির আহমদ এম, এ, উপজেলা বাস্তবায়ন পরিষদের সদস্য নুরুজ্জামান, শামিম শহিদ চৌধুরী, রাশেদুল আমির চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা স্বপন চৌধুরী, সরওয়ার কামাল চৌধুরীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সকালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে ঈদগাঁও উপজেলা প্রশাসন। ঈদগাঁও কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি প্রাঙ্গনে এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা, ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা, বীর মুক্তিযোদ্ধা মাস্টার নুরুল আজিম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসন, প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্কাউট দল।

Scroll to Top