পড়া হয়েছে: ১৫
চাটগাঁ নিউজ ডেস্ক: তুরস্কের ইস্তাম্বুলে সংস্কারকাজ চলাকালে একটি নাইটক্লাবে আগুন লেগেছে। এতে ১৫ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার ইস্তাম্বুলের কেন্দ্রীয় জেলা বেসিকতাস এলাকায় একটি ১৬তলা ভবনের নিচতলায় এ অগ্নিকাণ্ড ঘটে।
এক প্রতিবেদনে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, অগ্নিকাণ্ডে কমপক্ষে আটজন আহত হয়েছেন। তাদের মধ্যে সাতজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গভর্নর দাভুত গুল ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করা হচ্ছে। হতাহতরা সংস্কার কাজের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।
ইস্তাম্বুলের মেয়র একরাম ইমামোগ্লু জানিয়েছেন, ওই ভবনের বেসমেন্টে একটি নাইটক্লাব ছিল। সেখানে আগুন লেগেছে। আশা করি হতাহত আর বাড়বে না।
চাটগাঁ নিউজ/এমআর