ঈদগাঁও প্রতিনিধি: ইসলাম প্রতিষ্ঠার জন্য আলেম সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজ পরিবর্তন ও দ্বীনের দাওয়াত পৌঁছাতে উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কক্সবাজারের ঈদগাঁও উপজেলা শাখার উদ্যোগে উলামা সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
শনিবার (১২ জুলাই) ঈদগাহ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী।
সেক্রেটারী মাওলানা নুরুল আজিমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মুফতি হাবিবউল্লাহ।
বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন কক্সবাজার জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা শফিউল হক জিহাদী, উপজেলা নায়েবে আমির মাওলানা ছৈয়দ নুর হেলালী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈদগাঁও উপজেলার সেক্রেটারি ক্বারি রমজান আলী, ঈদগাহ আলমাছিয়া ফাজিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা নুরুল আলম ক্বারি, মাওলানা আবু বক্কর, মাওলানা বশির উদ্দিন ও মাওলানা এনামুল হক ইসলামাবাদী প্রমুখ।
সমাবেশটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন উপজেলা জামায়াতের উলামা বিভাগের সভাপতি মাওলানা হারুনর রশীদ। এসময় উপজেলার বিভিন্ন মাদরাসার মুহতামিম ও আলেম-উলামাগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন