ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে আইন পাস

আন্তর্জাতিক ডেস্ক: দখলদার ইসরায়েল ও তার মিত্র দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক থাকলেই পেতে হবে মৃত্যুদণ্ড।

মঙ্গলবার (১ জুলাই) দেশটির সংসদে এই আইনটি পাস হয়।

এই আইনে বলা হয়েছে, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও অন্যান্য শত্রু রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ, গোয়েন্দাগিরি বা যে কোনো সহযোগিতা ‘দুর্নীতির’ শামিল। এর শাস্তি মৃত্যুদণ্ড।

আইনে আরও বলা হয়েছে, যারা ইসরায়েলকে সামরিক, অর্থনৈতিক বা প্রযুক্তিগত সহায়তা দেবে, তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে।

এ ছাড়া ইলন মাস্কের স্টারলিংকসহ যেকোনো অননুমোদিত ইন্টারনেট সরঞ্জাম বিক্রি, ব্যবহার বা সংরক্ষণ অপরাধ হিসেবে ধরা হবে। এ অপরাধে ৬ মাস থেকে ২ বছরের কারাদণ্ড, আর ১০টির বেশি ডিভাইস আমদানি বা তৈরি করলে ৫ থেকে ১০ বছরের জেল হতে পারে।

কেউ সামরিক ড্রোন তৈরি করলে, সাইবার হামলা চালালে বা শত্রুদের পক্ষে ইরানি স্থাপনায় হামলা করলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এমনকি চেষ্টা করলেও একই শাস্তি হবে।

মিথ্যা সংবাদ বা বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি করে যদি কেউ জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করে, তার ১০ থেকে ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। বিদেশি মিডিয়ায় ছবি বা ভিডিও পাঠিয়ে যদি জনগণের মনোবল ক্ষুণ্ণ হয়, সেক্ষেত্রে ২ থেকে ৫ বছরের কারাদণ্ড হতে পারে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top