ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিরা স্বাস্থ্যসেবা বঞ্চিত হচ্ছে

চাটগাঁ নিউজ ডেস্ক:  ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিরা মারাত্মক ভাবে স্বাস্থ্যসেবা বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ তুলেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সংস্থাটির প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, গাজার স্বাস্থ্য খাতে ধ্বংসযজ্ঞ এবং হাসপাতালের রোগী, কর্মী ও অন্যান্য বেসামরিক নাগরিক হত্যার ভয়াবহতা হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি অবজ্ঞার প্রত্যক্ষ নমুনা।

১২ অক্টোবর, ২০২৩ থেকে ৩০ জুন, ২০২৪ পর্যন্ত নথিভুক্ত বিভিন্ন হামলা পর্যালোচনা করে ওই প্রতিবেদনে সিদ্ধান্ত দেওয়া হয় যে, হামাসের ৭ অক্টোবর হামলার জবাবে শুরু হওয়া গাজা আগ্রাসনে ফিলিস্তিনিদের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে এই প্রতিবেদনকে বানোয়াট বলে উড়িয়ে দিয়েছেন জেনেভায় জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি স্থায়ী প্রতিনিধি ড্যানিয়েল মেরন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি বলেছেন, ইসরায়েল সবসময় আন্তর্জাতিক আইন মেনে চলে। তারা ভুলেও নিরপরাধ বেসামরিক নাগরিকদের ইচ্ছা করে লক্ষ্যে পরিণত করে না। বরং এখানে দোষ হামাসের। বেসামরিক হাসপাতাল থেকে কার্যক্রম পরিচালনা করে তারা সবাইকে হুমকির মুখে ফেলছে।

চাটগাঁ নিউজ/ইউডি 

Scroll to Top