ইসরায়েলি হামলায় গাজায় একদিনে ৭৭ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। গত ২৪ ঘণ্টায় অন্তত ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছে তাদের হামলায়। এছাড়া আহত হয়েছে আরও ১৭৪ জন।

শুক্রবার (২০ ডিসেম্বর) হাসপাতাল ও চিকিৎসক সূত্রে আল-জাজিরা জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ৭৭ জন।

এতে গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৪৫ হাজার ২০৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন এক লাখ সাত হাজার ৫১২ জন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। সেদিন ইসরায়েলে নিহত হন অন্তত ১ হাজার ১৩৯ জন। ইসরায়েল থেকে দুই শতাধিক ব্যক্তিকে জিম্মি করে গাজায় নিয়ে আসা হয়।

জবাবে সেদিন থেকেই অবরুদ্ধ গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল, যা এখনো চলছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top