আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় ছয় বছরের যমজ শিশুসহ কমপক্ষে ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, হামলাগুলো মূলত বাস্তুচ্যুত মানুষের অস্থায়ী আশ্রয়কেন্দ্র ও তাঁবুতে চালানো হয়। খবর আল-জাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা সিটিতে অন্তত ১৬টি ভবন ধ্বংস হয়েছে। ওই হামলায় আরও ৫৩ জন ফিলিস্তিনি প্রাণ হারান।
এদিকে গাজার চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আজ দোহায় আরব ও মুসলিম বিশ্বের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। কাতার এ বৈঠকের আয়োজক।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত গাজায় অন্তত ৬৪ হাজার ৮৭১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৬১০ জন। ধ্বংসস্তূপের নিচে আরও হাজারো মানুষ চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
চাটগাঁ নিউজ/জেএইচ