ইসরায়েলি বিমানবন্দরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের আঘাত

চাটগাঁ নিউজ ডেস্ক: ইসরায়েলের বিমানবন্দরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত আনার দাবি করেছে ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতি। বুধবার গাজার নিপীড়িত ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে গোষ্ঠীটি।

হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তাদের ক্ষেপণাস্ত্রটি সফলভাবে ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিমানবন্দর বেন গুরিয়ন এয়ারপোর্টে আঘাত হানতে সক্ষম হয়েছে। এতে প্রায় ঘণ্টাখানেক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ছিল।

তিনি আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোকে ইসরায়েলি বিমানবন্দর এড়িয়ে চলার জন্য সতর্ক করে দেন। তিনি জানান, এই বিমানবন্দর আর নিরাপদ নয়।

হুতিরা ফিলিস্তিনি জনগণের সমর্থনে তাদের সামরিক অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে, যতক্ষণ না ইসরায়েল গাজা উপত্যকায় আক্রমণ বন্ধ করে।

চলতি বছর জানুয়ারির শেষ দিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হুতিদের আক্রমণ বন্ধ হয়ে যায়। তবে মার্চের শুরুতে ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে পুনরায় বর্বর হত্যাযজ্ঞ অব্যাহত রাখে। পরবর্তীতে হুতিরা প্রথমে লোহিত সাগরে ইসরায়েলি জাহাজের ওপর পুনরায় আক্রমণ শুরুর ঘোষণা দেয় এবং তারপর ইসরায়েলের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তুতে আক্রমণের প্রচেষ্টা পুনরায় শুরু করে।

গাজা উপত্যকায় সংঘাত তীব্রতর হওয়ার সাথে সাথে হুতিরা ঘোষণা করে, তারা ইসরায়েলি ভূখণ্ডে আক্রমণ চালাবে এবং লোহিত সাগর ও বাব এল-মান্দেব প্রণালীর মধ্য দিয়ে ইসরায়েলিপন্থী জাহাজগুলোকে চলাচলে বাধা দেবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top