ইসরায়েলকে গণহত্যাকারী বললেন তারেক রহমান

চাটগাঁ নিউজ ডেস্ক: ইসরায়েলকে গণহত্যাকারী হিসেবে বর্ণনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখেছেন, ১৯৪৮ সালের জাতিসংঘ কনভেনশন অনুযায়ী গণহত্যা হল এমন এক বিষয়, যেখানে কোনো জাতি, জাতিগত, সাংস্কৃতিক বা ধর্মীয় গোষ্ঠীকে পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্য থাকে।

তারেক রহমান জাতিসংঘের নতুন একটি কমিশন রিপোর্টের ভিত্তিতে ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে উল্লেখ করেন পোস্টে। এই অপরাধের জন্য কোনো রকম অজুহাত বা প্রোপাগান্ডার পেছনে লুকানোর সুযোগ না রেখে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বিশেষ করে আন্তর্জাতিক আইন এবং মানবিক মর্যাদা অনুযায়ী ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং বৈধ পদক্ষেপ নেওয়ার জন্য অন্যান্য দেশের প্রতি জোর তাগিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

গাজায় এই মুহূর্তেই স্থায়ী যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা পৌঁছাতে রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ইতিহাসের শিক্ষা আমাদের শেখায় যে, কখনো কখনো নৈতিক এবং সাহসী পদক্ষেপ নেওয়া সবচেয়ে কঠিন হতে পারে। কিন্তু এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারেক রহমান বলেন, যখন ফিলিস্তিনিদের অস্তিত্ব সংকটে তখন আমরা চুপচাপ বসে থাকতে পারি না। পৃথিবীর বিভিন্ন স্থানে থাকা

বাংলাদেশিদের প্রতি ফিলিস্তিনিদের পক্ষে আওয়াজ তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top