ইসকনকে অতি দ্রুত সময়ে নিষিদ্ধ করার দাবি হাসনাত-সার্জিসের

নিজস্ব প্রতিবেদকঃ  আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) নিষিদ্ধের দাবিতে চট্টগ্রাম মহানগর জুড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র শিবিরসহ বিভিন্ন সংগঠন বিক্ষোভ কর্মসূচি পালন করছে।

বুধবার (২৭ নভেম্বর) বেলা ১২ টার সময় নগরের টাইগারপাস এলাকায় সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমসহ সংগঠনের হাজারো ছাত্র-জনতা উপস্থিত ছিলেন। অন্যদিকে, বিকেল ৩ টার দিকে বহদ্দার হাট শুলকবহর এলাকা থেকে মিছিল ও সমাবেশের আয়োজন করছে বাংলাদেশ ছাত্র শিবির। প্রতিবেদন লেখা পর্যন্ত ছাত্র শিবিরের কর্মসূচি চলমান রয়েছে।

টাইগার পাসের সমাবেশে দেয়া বক্তব্যে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগের এজেন্ট হিসেবে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে ইসকন। ভারতে বসেই স্বৈরাচার হাসিনা যত ষড়যন্ত্র করুন না কেন, আমরা রুখে দিব। বাংলাদেশে সকল ধর্মের সহাবস্থান থাকবে। আমরা দেখেছি, ৫ আগস্ট দাড়িওয়ালা-টুপিওয়ালারা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে। তবুও উগ্র হিন্দুত্ববাদী জঙ্গী সংগঠন সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করেছে। ধর্মের নামে উগ্রবাদীতার এখানে ঠাঁই নেই। তাই অবিলম্বে ইসকন নিষিদ্ধ করতে হবে।

ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে সারজিস আলম বলেন, তাদের কর্মকাণ্ড আমাদের হতবাক করেছে। এই দেশের সাধারণ সনাতনী ভাইয়েরা শান্তিপ্রিয় মানুষ। কিন্তু স্বৈরাচার হাসিনার দালালরা ইসকনকে উস্কে দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। আমরা বেঁচে থাকতে তা হতে দিব না। ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

এদিকে, ইসকন নিষিদ্ধের দাবি জানিয়ে গতকাল সন্ধ্যায় দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া সাতকানিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জামায়াত ইসলামীর পক্ষ থেকে মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

চাটগাঁ নিউজ/ইউডি  

Scroll to Top