পড়া হয়েছে: 38
চাটগাঁ নিউজ ডেস্ক: নিরাপদ প্রজনন নিশ্চিতে আগামী ৪ অক্টোবর থেকে ইলিশ আহরণ, বিক্রয়, সংরক্ষণ ও পরিবহনের ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হতে যাচ্ছে। এই নিষেধাজ্ঞা ২৫ অক্টোবর পর্যন্ত চলবে।
সোমবার (২৯ অক্টোবর) সচিবালয়ে এই তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
তিনি বলেন, মোট ২২ দিন ৩৭ জেলার ১৬৫ উপজেলায় ৬ লাখ ২০ হাজার ১৪০ জেলে পরিবারকে চাল দেওয়া হবে। পরিবারপ্রতি ২৫ কেজি চাল দেওয়া হবে।
নিষেধাজ্ঞার এই সময়ে ইলিশ ধরা, পরিবহন, বিক্রি, সংরক্ষণ ও বিনিময় নিষিদ্ধ থাকবে এবং বিশেষ সংরক্ষণ অভিযান চলমান থাকবে।
এই নিষেধাজ্ঞা লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ। এর জন্য এক থেকে দুই বছরের কারাদণ্ড, সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা, অথবা উভয় দণ্ডও হতে পারে।
চাটগাঁ নিউজ/জেএইচ