ইরানে মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সহিংস, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে যাওয়া ও তীব্র অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন সংঘাতময় রূপ নিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক ও স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যম।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা এবং ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী তেহরান থেকে শুরু হওয়া বিক্ষোভ দেশটির বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়েছে। অনেক স্থানে সাধারণ মানুষের ক্ষোভ সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে।

বিক্ষোভের অন্যতম কেন্দ্র লরেস্তান প্রদেশের আজনা শহরে বৃহস্পতিবার রাতে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। ফার্স নিউজের তথ্য অনুযায়ী, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘাতে অন্তত তিনজন নিহত এবং ১৭ জন গুরুতর আহত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে শহরের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে বিক্ষোভকারীদের স্লোগান দিতে দেখা যায়। ওই সময় গুলির শব্দও শোনা গেছে।

এ ছাড়া তেহরান থেকে প্রায় ৪৭০ কিলোমিটার দক্ষিণে চাহারমহল ও বখতিয়ারি প্রদেশের লোরদেগান শহরে আরও দুই বিক্ষোভকারী নিহত হয়েছেন। ফার্স নিউজ জানিয়েছে, সেখানে বিক্ষোভকারীরা প্রাদেশিক গভর্নরের কার্যালয়, মসজিদ ও ব্যাংকসহ বিভিন্ন সরকারি স্থাপনায় ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ও শক্তি প্রয়োগ করে।

নিরাপত্তা বাহিনীর পক্ষেও প্রাণহানির খবর পাওয়া গেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, পশ্চিমাঞ্চলীয় কুহদাশত শহরে বিক্ষোভ চলাকালে ‘বাসিজ’ বাহিনীর ২১ বছর বয়সী এক সদস্য নিহত হন। লরেস্তান প্রদেশের ডেপুটি গভর্নর সাঈদ পুরালি জানিয়েছেন, জনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে ওই সদস্য প্রাণ হারান।

বাসিজ বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট একটি আধাসামরিক স্বেচ্ছাসেবী সংগঠন। এ হতাহতের ঘটনাগুলো এমন এক সময়ে ঘটছে, যখন ইরানে মুদ্রাস্ফীতি ৪০ শতাংশ ছাড়িয়েছে এবং অর্থনীতি গভীর সংকটে রয়েছে।

বিশ্লেষকদের মতে, ২০২২ সালে মাহসা আমিনীর মৃত্যুকে কেন্দ্র করে হওয়া আন্দোলনের পর এটি ইরানে সবচেয়ে বড় জনবিক্ষোভ। আল–জাজিরার তেহরান প্রতিনিধি তৌহিদ আসাদি জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে সরকার তুলনামূলক সতর্ক অবস্থান নিয়েছে এবং জনগণের অর্থনৈতিক দুর্ভোগ লাঘবের আশ্বাস দিচ্ছে।

এদিকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিক্ষোভকারীদের দাবিকে ‘যৌক্তিক’ বলে উল্লেখ করে বলেছেন, সাধারণ মানুষের জীবনযাত্রার সংকট নিরসনে ব্যর্থ হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তবে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, বিক্ষোভ উসকে দেওয়ার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিদেশি শক্তির মদত পাওয়ার অভিযোগ আনা হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top