চাটগাঁ নিউজ ডেস্ক: ট্রু ওয়্যারলেস ইয়ারবাড যেন আমাদের জীবনে অপরিহার্য হয়ে উঠেছে। বর্তমানে ট্রু ওয়্যারলেস ইয়ারবাডের জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। বিভিন্ন নামিদামি কোম্পানির পাশাপাশি বিভিন্ন কোম্পানির ইয়ারবাড পাওয়া যায় বাজারে। তবে ইয়ারবাড ব্যবহারের নানান সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও আছে। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে ইয়ারবাড হারিয়ে যাওয়া।
তবে এখন আপনার ইয়ারবাড হারিয়ে গেলে খুব সহজেই তা খুঁজে বের করতে পারবেন। ইয়ারবাড হারিয়ে গেলে বা কোথাও যদি তা ফেলে আসেন, ট্র্যাক করারও একাধিক উপায় আছে। একেক ব্র্যান্ডের জন্য ইয়ারবাড ট্র্যাক করার পদ্ধতিও ভিন্ন।
চলুন জেনে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি ইয়ারবাড এবং অন্যান্য ব্র্যান্ডের ইয়ারবাড বা হেডফোন হারিয়ে গেলে কীভাবে সেগুলো ট্র্যাক করবেন-
স্যামসাং গ্যালাক্সি ইয়ারবাড ট্র্যাক করার উপায় –
>> এই ইয়ারবাড ট্র্যাক করতে পারবেন মোবাইল থেকেই। গ্যালাক্সি ওয়্যারেবল অ্যাপ এবং স্মার্টথিংকস অ্যাপের মাধ্যমে ট্র্যাক করা যায় সেই ডিভাইস।
>> আপনার ইয়ারবাড যদি ফোনের সঙ্গে কানেক্ট থাকে এবং তাতে ব্যাটারি থাকে তাহলে গ্যালাক্সি ওয়্যারেবল অ্যাপের মাধ্যমে চটফট লোকেশন ট্র্যাক করতে পারবেন। এর জন্য অ্যাপটি ফোনে ইন্সটল করতে হবে।
>> তারপর ফাইন্ড মাই ইয়ারবাড অপশনে ক্লিক করলে ইয়ারবাড থেকে একটি বিপ শব্দ বেরিয়ে আসবে, যা আপনাকে সেটি খুঁজে পেতে সাহায্য করবে। নতুন ইয়ারবাডগুলোতে এই সুবিধা রেখেছে স্যামসাং।
>> এরপর স্মার্টথিংকস অ্যাপে ইয়ারবাডের শেষ লোকেশন জানতে পারবেন। এছাড়াও রিং অপশনে ক্লিক করে ইয়ারবাড থেকে বিপ সাউন্ড বের করতে পারবেন যা সেটি দ্রুত খুঁজে পেতে সাহায্য করবে।
এই সমস্যার মধ্যে যাতে না পড়তে হয়, তার জন্য স্মার্টথিংকস অ্যাপে গিয়ে এলার্ট সেট করে রাখতে পারেন। ইয়ারবাড যদি হারিয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন মোবাইলে। ইয়ারবাড ছাড়াও স্যামসাংয়ের স্মার্টওয়াচ ঠিক একইভাবে ট্র্যাক করতে পারবেন।
স্যামসাং গ্যালাক্সি ইয়ারবাড নিয়ে বেরোনোর আগে অবশ্যই স্মার্টথিংকস ফাইন্ড অ্যাপে গিয়ে, ডিভাইস ও মডেল নম্বর দিয়ে ফাইন্ড মাই ডিভাইস সিলেক্ট করে রাখতে পারেন। যাতে আপনি ভুলে গিয়ে হারিয়ে ফেললেও, স্যামসাং সেটি আপনার মোবাইলে নোটিফাই করতে ভুলবে না।
অন্যান্য ইয়ারবাড বা হেডফোনগুলো কীভাবে খুঁজবেন
অন্যান্য যে কোনো ব্র্যান্ডের ইয়ারবাড ট্র্যাক করার জন্য আপনাকে গুগলের ইন্টিগ্রেটেড ফাইন্ড মাই ডিভাইস সিস্টেমের সাহায্য নিতে হবে। তার জন্য গুগল প্লে স্টোর থেকে ফাইন্ড মাই ডিভাইস অ্যাপটি ডাউনলোড করে নিন। তারপরে আপনার ইয়ারবাড ডিভাইসটি সিলেক্ট করুন এবং তার এন্ট্রিতে ট্যাপ করুন। সেখান থেকেই আপনার সর্বশেষ রেকর্ডেড লোকেশন সম্পর্কে জানতে পারবেন। পরে সেই লোকেশনে পৌঁছতে ডিরেকশনও পেয়ে যাবেন।
সূত্র: গ্যাজেট ৩৬০