ইয়াবা কেনার টাকা না পেয়ে বাইকচালককে হত্যা

চাটগাঁ নিউজ ডেস্ক : ইয়াবা কেনার জন্য ৫০০ টাকা না পেয়ে ওজিয়র রহমান (৩৬) নামে এক মোটারসাইকেল চালককে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িত মো. শহীদুল ইসলাম খোকন (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি ও ভিকটিমের ব্যবহৃত একটি হেলমেট উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে নগরের দামপাড়া পুলিশ কমিশনার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এই তথ্য জানান চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ।

গ্রেপ্তার মো. শহীদুল ইসলাম খোকন, নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের বাসিন্দা এবং বর্তমানে নগরের ডবলমুরিং থানাধীন পানওয়ালাপাড়া এলাকায় থাকতেন।

পুলিশ জানিয়েছেন, নিহত ওজিয়র রহমান (৩৬) পেশায় একজন পাঠাও চালক। গত ১১ জানুয়ারি রাত আনুমানিক পৌনে ১টার দিকে মোটরসাইকেলযোগে আসার পথে অজ্ঞাত স্থানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। পেটের মাঝখানে ছুরিকাঘাতের পর আহত অবস্থায় মোটরসাইকেল চালিয়ে বন্দর থানাধীন নতুন পোর্ট মার্কেট জামে মসজিদের বিপরীত পাশে বন্দর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার সামনে পৌঁছালে তিনি অজ্ঞান হয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বলেন, ওজিয়র রহমান হত্যায় জড়িত শহীদুল ইসলাম খোকনকে মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে নগরের ডবলমুরিং থানাধীন পানওয়ালাপাড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার খোকন জানিয়েছেন, ঘটনার দিন রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে হালিশহর থানাধীন বুইল্ল্যা কলোনীর কলাবাগান এলাকায় ইয়াবা সেবনকালে ওজিয়র রহমান সেখানে মোটরসাইকেল নিয়ে দাঁড়ান এবং তাঁকে কোথায় যাবেন বলে জিজ্ঞেস করেন। তখন আসামি ইয়াবা কেনার জন্য ৫০০ টাকা দাবি করেন।

তিনি আরও বলেন, এতে ক্ষিপ্ত হয়ে ওজিয়র রহমান তাঁকে ধাক্কা দিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে আসামি প্যান্টের পেছনের পকেটে থাকা ছুরি দিয়ে তাঁর পেটে আঘাত করি। এরপর ওজিয়র রহমান দ্রুত সেখান থেকে চলে যান। পরে ওজিয়র রহমানের মৃত্যুর খবর জানতে পারেন বলে স্বীকার করেছেন আসামি। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে আগে থেকে পাঁচটি মামলা রয়েছে। তাকে যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top