ইয়াবা আত্মসাতে বরখাস্ত বাকলিয়া থানার ৮ পুলিশ সদস্য 

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ এলাকায় চেকপোস্টে প্রায় এক লাখ পিস ইয়াবা জব্দের পর তা আত্মসাতের ঘটনায় ৮ পুলিশ সদস্যকে বরখাস্ত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

আজ সোমবার (৫ জানুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ  কমিশনার হাসিব আজিজ বরখাস্তের নোটিশসহ এ আদেশ দেন।

বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন– বাকলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আল-আমিন সরকার ও মোহাম্মদ আমির হোসেন, এএসআই সাইফুল আলম, জিয়াউর রহমান, সাদ্দাম হোসেন ও এনামুল হক এবং কনস্টেবল রাশেদুল হাসান ভূঞা ও উম্মে হাবিবা স্বপ্না। পুলিশের এ সংক্রান্ত গঠিত অভ্যন্তরীণ তদন্ত কমিটি গতকাল রবিবার প্রতিবেদন জমা দেওয়ার পর সিএমপি কমিশনার হাসিব আজিজ ওই পুলিশ সদস্যদের বরখাস্ত করেন।

জানা গেছে, মাদকদ্রব্য আত্মসাৎ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রদান এবং বৈধ আদেশ অমান্যের অভিযোগে পিআরবি বিধি-৮৮০ অনুযায়ী তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আমিনুর রশীদ বলেন, ‘এ ঘটনায় বাকলিয়া থানার আট জন পুলিশ সদস্যকে সোমবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হচ্ছে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা পুলিশ লাইনসে সংযুক্ত অবস্থায় থাকবেন।’

উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর রাতে কক্সবাজার থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলসের একটি এসি বাসে (ঢাকা মেট্রো-ব-১৫-১৬৪২) নতুন ব্রিজ পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় কক্সবাজার জেলা পুলিশের কনস্টেবল ইমতিয়াজ হোসেনের সঙ্গে থাকা একটি ট্রলি ব্যাগ থেকে আনুমানিক ৮০ হাজার থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার হয়। উদ্ধার হওয়া ইয়াবা যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ না করে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা আত্মসাৎ করেন এবং রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে কনস্টেবল ইমতিয়াজ হোসেনকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় সংবাদ প্রকাশের পর বিপাকে পড়েন অভিযুক্তরা।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top