চাটগাঁ নিউজ ডেস্ক: মিরসরাইয়ে ইয়াবাসহ গ্রেফতার হওয়া সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছালাউদ্দিনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) রাতে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসিম ও সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনৈতিক ও অপকর্মে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা আওতাধীন মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ছালাউদ্দিনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে থেকে বহিষ্কার করা হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসিম ও সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিস্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অনৈতিক ও অপকর্মের দায় দায়িত্ব দল নিবে না।
প্রসঙ্গত, গত শুক্রবার রাতে মিরসরাই থানা পুলিশ উপজেলার সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ছালাউদ্দীনকে শতাধিক ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে শনিবার সকালে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






