পড়া হয়েছে: 194
			
চাটগাঁ নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম ইন্তেকাল করেছেন।
শুক্রবার (৫ অক্টোবর) বিকেলে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম গণমাধ্যমকে এ বিষয় নিশ্চিত করেন।
উল্লেখ্য, শুক্রবার (১০ অক্টোবর) সকালে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আবারও লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।
সাহিত্য, শিক্ষা ও চিন্তার জগতে সৈয়দ মনজুরুল ইসলাম ছিলেন এক অনন্য নাম। তার মৃত্যুতে দেশের সাহিত্য ও শিক্ষাঙ্গনে গভীর শোক নেমে এসেছে।
চাটগাঁ নিউজ/জেএইচ

															
								




